ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪

মায়ার্সের সেঞ্চুরিতে চাপে বাংলাদেশ

অভিষেক টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরির দেখা পেয়েছেন কাইল মায়ার্স। তবে নাজমুল হোসেন শান্তর হাতে জীবন না পেলে ফিফটি-ই করা হতো না। ৪৯ রানে মেহেদী হাসান মিরাজের বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন; শান্ত তালুবন্দি করতে পারেননি। সেই মায়ার্স ছুঁলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। ১৭৮ বলে মোস্তাফিজুর  রহমানকে চার মেরে অভিষেক টেস্টেই সেঞ্চুরির রেকর্ডে নাম লেখান। এর আগে ১০৬ জন ক্রিকেটার অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন। মায়ার্সের আগে ১৩ জন ক্যারিবিয়ান ক্রিকেটার অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন।


সংক্ষিপ্ত স্কোর: প্রথম ইনিংস- বাংলাদেশ: ৪৩০, ওয়েস্ট ইন্ডিজ: ২৫৯; দ্বিতীয় ইনিংস- বাংলাদেশ:  ২২৩/৮, দ্বিতীয় ইনিংস-ওয়েস্ট ইন্ডিজ: ৮৮ ওভারে ২৩৬/৩  ( বোনার ৬৭*, মায়ার্স ১০৭* ) 


রিভিউ নিয়ে বেঁচে গেলেন বোনার


৮২.১ ওভারের সময় মেহেদী হাসান মিরাজের করা বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এনক্রুমা বোনার। মিরাজদের জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। কিন্তু বোনার রিভিউ নিয়ে ইনসাইড এজের কারণে বেঁচে যান। মিরাজের ব্যাট ছুঁয়ে তারপর পায়ে লাগে।  এর মধ্যে বোনার তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। অভিষেক টেস্ট খেলতে নেমে দিচ্ছেন ধর্য্যের পরীক্ষা।  

ads

Our Facebook Page